পড়াশোনা

লিউকেমিয়া কি? লিউকেমিয়া কেন হয়? What is Leukemia in Bangla?

1 min read

লিউকেমিয়া (Leukemia) হলো রক্তের, বিশেষ করে শ্বেত রক্তকণিকার এক ধরনের ক্যান্সার। এ রোগে অস্থি মজ্জা (bone marrow) অস্বাভাবিক ধরনের শ্বেত রক্ত কণিকা তৈরি করে, যা যথাযথভাবে কাজ করতে পারে না। রক্তে যখন এ ধরনের শ্বেত রক্ত কণিকার আধিক্য ঘটে তখন তা স্বাভাবিক শ্বেতকণিকা, লোহিত কণিকা ও অণুচক্রিকার পরিমাণ কমিয়ে দেয়। এ অবস্থাকে বলা হয় লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x