আসছালামু আলাইকুম? সম্মানিত পাঠকবৃন্দ আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা আল্লার ৯৯ নাম যে আছে এটা আমরা সবাই জানি। কিন্তু দুঃখ্যের বিষয় হলো আমরা কয়জন বা পারি আল্লাহর ৯৯ নাম টি মুখস্ত বলতে। আল্লাহর ৯৯ নাম মুখস্থ করার অনেক সওয়াব ও ফজিলত রয়েছে। এই নিয়ে আমাদের আরো একটি আর্টিকেল আছে পড়ে নিবেন।
আরো দেখুন
বন্ধুরা আজকে আমরা এই পোস্টে আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায় তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আসা করি এই নিয়ম অনুসরণ করলে আপনি আল্লাহর ৯৯ নাম মুখস্ত করে ফেলবেন।
আবু হুরাইরাহ্ রাদিআল্লাহু তা’আলা আনহু কর্তৃক বর্ণিত , রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ,
“ আল্লাহ্ তা’আলার রয়েছে নিরানব্বইটি নাম , একশো থেকে একটি কম , যে এই নামগুলি মনে রাখবে , বুঝবে এবং উপলব্ধি করবে , সে জান্নাতে যাবে । ” [ বুখারি ৩.৫০ : ৮৯৪ , মুসলিম ৩৫ : ৬৪৭৬ , আত – তিরমধি ৫১.৮৭ : ৫১৩৮ ]
আল্লাহর ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায়
“ আল্লাহ্ ” এই নামটি হচ্ছে সব নামের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ । বাদবাকি নামগুলি ( আত – তিরমিধি হতে ) অর্থসহ নিচে দেয়া হল । ইনশা’আল্লাহ আমরা আমাদের সুবিধামত সময়ে এবং উপায়ে এই নামগুলি মনে রাখার চেষ্টা করব !
- প্রতিদিন কমপক্ষে ৩ টি করে প্রায় এক মাসে,
- কিংবা ৫ টি করে প্রায় ২০ দিনে
- কিংবা ১০ টি করে ১০ দিনে এই নামগুলি মুখস্থ করে ফেলি ।
- প্রতিদিন আল্লাহর ৯৯ নামের অডিও শুনুন দেখবেন শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে।
- প্রতি নামাজের পর জিকির করে আল্লাহর ৯৯ নাম পড়বেন।
- চলাফেরা সব সময় যত গুলো মুখস্থ করেছেন ভালো করে রিভিশন দেন।
- আর অবশই প্লে স্টোর থেকে আল্লাহর ৯৯ নামের একটা এপ্স নামিয়ে নিবেন। তাহলে যখন মন চায় পড়তে পারবেন।
নিচে ১০ টা ১০ টা করে পিকচার আকারে আল্লাহর ৯৯ টি নাম দেওয়া হয়েছে। এই ভাবে করে ও আপনি মুখস্থ করতে পারেন।
Download the files below. (zip includes PDF)
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
আল্লাহ্ আমাদের সবাইকে আল্লাহর ৯৯ নাম মুখস্থ করার তাওফিক দিন এবং জান্নাহ -এর অধিবাসী করুক । আমীন !
Leave a Comment