এইচআইভি কি? What is HIV?

এইচআইভি (HIV) হচ্ছে একটি ভাইরাস, যা এইডস রোগ সৃষ্টি করে। এ ভাইরাস শরীরে সংক্রমিত হলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

এইচআইভি (HIV) সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ আচরণসমূহ

HIV আক্রান্ত মানুষের শরীরে এইচআইভি ভাইরাস বীর্যে, যোনিরসে, রক্তে ও মায়ের দুধে বাস করে। এই চার জাতীয় তরল পদার্থের আদান-প্রদানের মাধ্যমে এইচআইভি সংক্রমিত হয়। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির রক্ত, বীর্য বা যোনিরস অন্য মানুষের শরীরে প্রবেশের সুযোগ সৃষ্টি হলে এইচআইভির সংক্রমণ ঘটে। এইচআইভি সংক্রমণের ঝুঁকিপূর্ণ আচরণসমূহ হচ্ছে–

(ক) মাদকগ্রহণ বা অন্য কোনো প্রয়োজনে ইনজেকশনের একই সুচ ও সিরিঞ্জ একাধিক ব্যক্তি কর্তৃক ব্যবহার।

(খ) অপরীক্ষিত রক্ত শরীরে গ্রহণ।

(গ) অপারেশনের সময় অপরিশোধিত জীবাণুযুক্ত যন্ত্রপাতি ব্যবহার।

(ঘ) এইচআইভি আক্রান্ত মায়ের সন্তান গ্রহণ।

(ঙ) অনিরাপদ দৈহিক সম্পর্ক স্থাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *