মাইক্রোসফট এক্সেস কি? What is Microsoft Access in Bangla?
মাইক্রোসফট এক্সেস (Microsoft Access) এক প্রকার ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। একে সংক্ষেপে এমএস এক্সেসও বলা হয়। এর সাহায্যে এলোমেলো ডেটাগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। মাইক্রোসফট এক্সেসের অন্যতম কাজ হচ্ছে ডেটা এন্ট্রি, ডেটা বিন্যাস, ডেটা অনুসন্ধান, ডেটা প্রেজেন্টেশন ইত্যাদি। অফিসিয়াল কাজে এ সফটওয়্যারটি ব্যবহার করা হয়ে থাকে।