পড়াশোনা

নিত্যকর্ম কাকে বলে? নিত্যকর্ম কয় প্রকার ও কি কি?

1 min read

প্রতিদিন নিয়ম মেনে কিছু কর্ম করতে হয়। এ সব কর্মকেই বলে নিত্যকর্ম। নিত্যকর্ম ছয় প্রকার। যথা— প্রাতঃকৃত্য, পূর্বাহ্ণকৃত্য, মধ্যাহ্নকৃত্য, অপরাহ্ণকৃত্য, সায়াহ্নকৃত্য ও রাত্রিকৃত্য।

নিচে তিনটি নিত্যকর্মের বর্ণনা দেওয়া হলো :

১. প্রাতঃকৃত্য : সূর্যোদয়ের কিছু আগে ঘুম থেকে উঠতে হয়। তারপর বিছানায় বসে পূর্ব বা উত্তরমুখী হয়ে ঈশ্বর বা দেব-দেবীর স্মরণ করে মন্ত্রপাঠ করতে হয়।

২. পূর্বাহ্ণকৃত্য : প্রাতঃকৃত্যের পরে এবং মধ্যাহ্ন বা দুপুরের পূর্ব পর্যন্ত যেসব কাজ করা হয় তাই পূর্বাহ্ণকৃত্য। এ সময় প্রার্থনা ও পূজা করে দিনের অন্যান্য কাজ-কর্ম করতে হয়।

৩. মধ্যাহ্নকৃত্য : দুপুরের কাজ, খাওয়া ও বিশ্রাম। এগুলোই মধ্যাহ্নকৃত্য।

5/5 - (20 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x