ফাইল ভাইরাস কি?
ফাইল ভাইরাস এক্সিকিউটেবল প্রোগ্রাম ফাইলসমূহকে আক্রান্ত করে। এটিই সচরাচর কিন্তু সব সময় নয়। com এবং exe এক্সটেনশন যুক্ত ফাইলসমূহকেই আক্রান্ত করে বেশি। আক্রান্ত প্রােগ্রাম রান করলে প্রথমে ভাইরাস রান করা অরিজিনাল প্রােগ্রামকে নিয়ন্ত্রণ করে। সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পর ভাইরাস এর প্রতিলিপি তৈরি করার জন্য এর কোডকে অন্য ফাইল বা ডিস্কে কপি করে।