ভোল্টমিটারকে বর্তনীর সাথে সমান্তরালে যুক্ত করার কারণ ব্যাখ্যা কর।
বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। বর্তনীর যে দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে হয় সেই দুই প্রান্তে ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করা হয়। কারণ সিরিজে যুক্ত থাকলে এটি মূল তড়িৎপ্রবাহ বাধাগ্রস্ত করে বিভব পার্থক্যের মানের পরিবর্তন ঘটাবে।