সুষম তড়িৎক্ষেত্র বলতে কী বোঝ?

কোনো তড়িৎক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্য যদি একই হয় অর্থাৎ তড়িৎক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান সমান এবং দিক একই হয় তবে ঐ তড়িৎক্ষেত্রকে সুষম তড়িৎক্ষেত্র বলা হয়। সুষম তড়িৎক্ষেত্রের বলরেখাগুলোর পরস্পর সমান্তরাল ও সম ঘনত্ববিশিষ্ট হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *