Modal Ad Example
পড়াশোনা

চতুর্থ অধ্যায় : এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read
ওয়েব পেইজ ডিজাইনের ধারণা
১.HTML এর উদ্ভাবক হলেন?
ক.টিম বার্নাস লী
খ.স্টীভ জবস
গ.মার্ক জুকারবার্গ
ঘ.বিল গেটস
উত্তর:ক.টিম বার্নাস লী
২.HTML এর প্রাথমিক রূপ লাভ করে কত সালে?
ক.১৯৭০
খ.১৯৮০
গ.১৯৯৪
ঘ.১৯৯৫
উত্তর:খ.১৯৮০,
৩.ওয়েব পেজ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় কত সালে?
ক.১৯৮১
খ.১৯৮৯
গ.১৯৯৪
ঘ.১৯৯৫
উত্তর:খ.১৯৮৯
৪.প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে?
ক.১৮৮৯
খ.১৯৯০
গ.১৯৯১
ঘ.১৯৯২
উত্তর:গ.১৯৯১
৫.CERN কোথায় অবস্থিত?
ক.সুইজারল্যান্ড
খ.আমেরিকায়
গ.লন্ডনে
ঘ.রাশিয়ায়
উত্তর:ক.সুইজারল্যান্ড
৬.গ্লোবাল হাইপারটেক্সট প্রজেক্ট এর প্রস্তাবনা দেন-
ক.Charles Babbes
খ.Tim Berners Lee
গ.Mark Andrison
ঘ.Bil Gates
উত্তর:খ.Tim Berners Lee
৭.টিম বার্নাস লী-র সাথে সম্পর্কযুক্ত-
i. www ও MT এর অধ্যাপক
ii.Google এর জনক ও তড়িৎ প্রকৌশল
iii.HTML ও জেনেভঅর সার্ন
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : খ.i ও iii
৮.স্ট্যাটিক ওয়েব সাইটের বৈশিষ্ট্য কোনটি?
ক.ওয়েভ পেইজগুলোকে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে
খ.ব্রাউজারে দ্রুত লোড হয়
গ.ডেটাবেজ ব্যবহার করা যায়
ঘ.ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে
উত্তর:খ.ব্রাউজারে দ্রুত লোড হয়
৯.মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি?
ক.ASP
খ.PHP
গ.JAVA
ঘ.HTML
উত্তর:ঘ.HTML
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
তমালের তৈরিকৃত ওয়েবপেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধঅনের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন।
১০.তমালের তৈরিকৃত ওয়েব পেইজটি কোন ধরনের?
ক.ডায়নামিক ওয়েব পেইজ
খ.স্ট্যাটিক ওয়েব পেইজ
গ.লোকাল ওয়েব পেইজ
ঘ.রিমোট ওয়েব পেইজ
উত্তর:খ.স্ট্যাটিক ওয়েব পেইজ
১১. ওয়েবপেইজের সমস্য সমাধানের জন্য উপযোগী ভাষা হলো-
i. ASP
ii.PHP
iii.JSP
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii
১২.ওয়েভ পেইজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?
ক.PYTHON
খ.HTML
গ.COBOL
ঘ.FORTRAN
উত্তর:খ.HTML
১৩.বাংলা সার্চ ইঞ্জিন-
ক.পিপীলিকা
খ.ইয়াহু
গ.গুগল
ঘ.গুগল প্লাস
উত্তর:ক.পিপীলিকা
১৪.Google.com কী?
ক.Engine
খ.Search Engine
গ.Protocol
ঘ.IP Address
উত্তর:খ.Search Engine
১৫. ওয়েব ব্রাউজার হলো-
i. গুগল ক্রোম
ii.সাফারি
iii.ইউটিউব
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর :ক.i ও ii
১৬.কোনটি ওয়েব ব্রাউজার?
ক.ফায়ারফক্স
খ.মাইক্রোসফট আউটলুক
গ.ইয়াহু ম্যাসেঞ্জার
ঘ.গুগল ড্রপ বক্স
উত্তর:ক.ফায়ারফক্স
১৭.ISP এর পূর্ণনাম কী?
ক.Internet Super Power
খ.Internet Server Provider
গ.Internet Server Progamme
ঘ.Internet Service Provider
উত্তর:ঘ.Internet Service Provider
১৮.ওয়েব পেইজ পরিদর্শন করাকে কী বলে?
ক.ওয়েব ব্রাউজিং
খ.ওয়েবসাইট
গ.ব্রাউজিং নেট
ঘ.ওয়েব
উত্তর:ক.ওয়েব ব্রাউজিং
১৯.প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে কোনটি থাকে?
ক.FTP
খ.Https
গ.TCP
ঘ.HTML
উত্তর:খ.Https
২০.ওয়েব পেইজের অ্যাড্রেসকে কী বলে?
ক.URL
খ.HTTP
গ.HTML
ঘ.WWW
উত্তর:ক.URL
২১.URL হলো ওয়েবপেইজের –
ক.লিংক
খ.এড্রেস
গ.হোম পেজে
ঘ.সার্ভার
উত্তর:খ.এড্রেস
২২.ওয়েব পেইজ ডিজাইন  কোনটি?
ক.ওয়েবসার্ভারে তথ্য রাখা
খ.HTML ডকুমেন্ট তৈরি
গ.বিশ্বব্যাপী নেটওয়ার্ক
ঘ.ডোমেইন রেজিস্ট্রেশন
উত্তর:খ.HTML ডকুমেন্ট তৈরি
২৩.ডোমেইন নেম প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে?
ক.Host name
খ.URL
গ.html
ঘ.https
উত্তর:খ.URL
২৪.URL এর অংশগুলো হলো-
i. প্রটোকল নেম
ii.হোস্ট নেম
iii.ডাইরেক্টরি নেম
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii
২৫. হোম পেইজ দেখার জন্য আবশ্যক-
i. ওয়েব ব্রাউজার
ii.সার্চ ইঞ্জিস
iii.ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x