যৌগিক বা মিশ্র অক্সাইড কাকে বলে?

যেসব অক্সাইডে একই মৌলের দুটি ভিন্ন জারণ অবস্থার মিশ্রণ বা যৌগ রুপে থাকে তাদেরকে মিশ্র বা যৌগিক অক্সাইড বলে।

যেমনঃ ফেরোসোফেরিক অক্সাইড (Fe₃O₄) হচ্ছে ফেরাস অক্সাইড (FeO) ও ফেরিক অক্সাইড (Fe₂O₃) এর মিশ্রণ। যৌগ দুটিতে আয়রনের জারণ অবস্থা +2 ও +3।
ট্রাই প্লাম্বিক টেট্রা অক্সাইড (Pb₃O₄) হচ্ছে (2PbO) ও (PbO₂) এর মিশ্রণ।
যৌগ দুটিতে লেডের জারণ অবস্থা +2 ও +4।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “যৌগিক বা মিশ্র অক্সাইড কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts