সমন্বিত বর্তনী বা আইসি কি? What is Integrated circuit in Bangla?
সমন্বিত বর্তনী বা আইসি হল সিলিকনের মত অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙ্গুলের নখের সমান জায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎবর্তনী সংযুক্ত বা অঙ্গীভূত থাকে।
১৯৬০ সালে এর আবিষ্কারের পর থেকে আইসি চিপসের ডিজাইনে বিপ্লব ঘটতে থাকে।
বর্তমানে একটি একক আইসি চিপ লক্ষ লক্ষ উপাংশ ধারণ করতে পারে যা বহু জটিল ডিভাইস বা যন্ত্র চালাতে ব্যবহৃত হয়।