বীম কি? বীম কত প্রকার ও কী কী?

বীম এক প্রকার আনুভূমিক কাঠামো, যা এক বা একাধিক সাপোর্ট (পিলার, কলাম, দেওয়াল ইত্যাদি) এর উপর অবস্থান করে এর উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে। কাঠ, ইস্পাত, ঢালাই, লোহা, আর.সি.সি ইত্যাদির তৈরি বীম হতে পারে।
বীম কত প্রকার ও কী কী?
সাপোর্ট অনুসারে বীমকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথাঃ
১। সাধারণভাবে স্থাপিত বীম (Simple supported beam)
২। ক্যান্টিলিভার বীম (Cantilever beam)
৩। ঝুলন্ত বীম (Over hanging beam)
৪। আবদ্ধ বীম (Fixed or Built in beam)
৫। ধারাবাহিক বীম (Continuous beam)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *