এফটিপি কি? – What is FTP?

File Transfer Protocol এর সংক্ষিপ্ত রূপ হলাে এফটিপি (FTP)। এটি ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে ফাইল আদান-প্রদানের জন্য ব্যবহৃত প্রটোকল (Protocol) । FTP-এর মাধ্যমে ব্যবহারকারী অন্যের কম্পিউটার হতে ফাইল প্রয়ােজনানুযায়ী নিজের কম্পিউটারে নিতে পারে যাকে ডাউনলােড বলে। আবার নিজের কম্পিউটার হতে সাভারে কোন ফাইল প্রয়ােজন হলে পাঠানাে যায় একে আপ-লােড বলে। আপ-লােড বা ডাউন লােডের জন্য সার্ভারে উপযুক্ত পাসওয়ার্ড দিয়ে Login (লগইন) করতে হয় ।

ইন্টারনেটের বুলেটিন বাের্ডে কোন ওয়েবপেজ স্থাপন করার জন্যও এই প্রটোকল ব্যবহৃত হয়। সাধারণত দ্রুত গতিতে ফাইল বা সফটওয়্যার ডাউনলােড বা আপলােড করার ক্ষেত্রে FTP ব্যবহার করা হয়। কয়েকটি উল্লেখযােগ্য FTP সফটওয়্যার হলাে WS-FTP, Fetch ইত্যাদি। সার্ভারের যেসব ফাইল ব্যবহারকারীর Access করার ক্ষমতা থাকে শুধুমাত্র সেসব ফাইল ব্যবহারকারী Access করতে পারবে। সার্ভারে Access সাধারণত দুভাবে দেওয়া হয়।

১. প্রাইভেট এক্সেস

২. পাবলিক এক্সেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *