পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? চিহ্নযুক্ত সংখ্যা বলতে কি বুঝ? ব্যাখ্যা দাও।
বর্তমানে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তা-ই হলাে পজিশনাল সংখ্যা পদ্ধতি (Positional number system)। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানীয় মান থাকে। একটি সংখ্যার মান বের করার জন্য তিনটি ডেটা দরকার। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে র্যাডিক্স পয়েন্ট (.) দিয়ে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ-এ দুই ভাবে প্রকাশ করা যায়। যেমন- 735.458 একটি সংখ্যা এর 735 পূর্ণ সংখ্যা এবং .458 ভগ্নাংশ।
চিহ্নযুক্ত সংখ্যা বলতে কি বুঝ? ব্যাখ্যা দাও।