ফোল্ডিং কি? কত প্রকার ও কি কি? – What is Folding?
ফোল্ডিং মানে ভাঁজ করা বুঝায়। পোশাক তৈরি করার পর বিভিন্ন ভাবে ভাঁজ করে পলিব্যাগ করা হয়। অতএব এই ভাঁজকে ফোল্ডিং বলে। পোশাকের ধরন অনুযায়ী ফোল্ডিং বিভিন্ন প্রকার হতে পারে।
যেমনঃ-
১. সার্টের ফোল্ডিং চার প্রকার। যথা– (ক) স্ট্যান্ড আপ ফোল্ডিং, (খ) সেমি স্ট্যান্ড আপ ফোল্ডিং, (গ) ফ্লাট ফোল্ডিং এবং (ঘ) হ্যাঙ্গার ফোল্ডিং।
২. প্যান্টের ফোল্ডিং তিন প্রকার। যথা– (ক) ফ্লাট ফোল্ডিং, (খ) হাফ ফোল্ডিং এবং (গ) হ্যাঙ্গার ফোল্ডিং।
৩. জ্যাকেটের ফোল্ডিং তিন প্রকার। যথা– (ক) ফ্লাট ফোল্ডিং, (খ) হাফ ফোল্ডিং এবং (গ) হ্যাঙ্গার ফোল্ডিং।