সক্রিয় হাব কাকে বলে?
যে সকল হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে তাকে সক্রিয় হাব বলে।
যে সকল হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে তাকে সক্রিয় হাব বলে।
বর্তমান বাংলাদেশের আইটির অন্যতম লক্ষ্য হলো, সবার ঘরে ঘরে কম্পিউটার পৌছে দেওয়া এবং এর সহজলোভ্যতা ও ব্যবহার বৃদ্ধি। তাই কম্পিউটার ব্যবহারে দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরী। উপরোক্ত বিষয় চিন্তা করে আমার এই ক্ষুদ্র টিটোরিয়াল। আমি এই টিটোরিয়ালে বিস্তারিত লিখার চেষ্টা করেছি। আশা করি এই টিপসগুলো নিয়মিত ও যথাযথ ব্যবহার করে আপনি উপকৃত হবেন। বর্তমান সময়ে যত…
বিজ্ঞাপন(Advertise) কাকে বলে? যেকোনো পণ্য বা সেবাগুলিকে বিক্রি বা প্রচার করার প্রক্রিয়াকেই বিজ্ঞাপন বলে। উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে, ধারণা, পণ্য ও সেবার নৈব্যক্তিক উপস্থাপনা ও প্রসারকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন একটি বিপণন কৌশল যা যেকোনো পণ্য বা সেবা সম্ভাব্য গ্রাহকের নিকট প্রচার করার মাধ্যম। বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। সাধারণত পণ্য ও সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি…
১। শক্তির একক কী? ক) জুল/সেকেন্ড খ) ওয়াট/সেকেন্ড গ) ওয়াট ঘ) জুল ২। গতির জন্য কাজ করার সামর্থ্যকে কোন শক্তি বলে? ক) যান্ত্রিক খ) তাপ গ) গতি ঘ) স্থিতি ৩। বায়োগ্যাস, পানি, বাতাস, ভূ-চাপ কী ধরনের শক্তি? ক) অনবায়নযোগ্য শক্তি খ) গতিশক্তি গ) স্থিতিশক্তি ঘ) নবায়নযোগ্য শক্তি ৪। শক্তির সংকটের অন্যতম প্রধান কারণ কোনটি? ক)…
যে বিশেষণ পদে কোনো নাম পদের গুণ, আকৃতি বা অবস্থা বোঝায়, তাকে নাম বিশেষণ বলে। নাম বিশেষণ বলতে বাক্যের বিশেষ্য পদ বা সর্বনাম পদ বা বিশেষণ পদের বিশেষণ বোঝায়। যেমন : সে সবুজ জামা পরেছে। অতি উত্তম কথা। এসব বাক্যে ‘সবুজ’ ও ‘অতি’ নাম বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন– ক….
সাধারণভাবে উদ্ভিদের যে অংশ মাটির উপরে থেকে উদ্ভিদের ফুল, ফল, পাতা ইত্যাদি ধারণ করে তাকে উদ্ভিদের কাণ্ড বলে। কাণ্ডের কাজ উদ্ভিদের জীবনে কাণ্ডের ভূমিকা অপরিসীম। কাণ্ডের বিশেষ কাজগুলো নিচে উল্লেখ করা হলো– খাদ্য তৈরি, অঙ্গজ প্রজনন, আত্মরক্ষা, আরোহণ, প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয় ইত্যাদি।
ডেটা ট্রান্সমিশন হচ্ছে ডেটা পরিবহন বা ডেটা স্থানান্তর। যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে।