মোবাইল ফোনের অপকারিতা লিখ।
নিয়মিত মোবাইল ফোন ব্যবহারের ফলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে এবং ক্ষেত্রবিশেষে ক্যান্সার দেখা দিতে পারে। তাছাড়া প্রায়োগিক দিক বিবেচনায়ও এর কিছু অপকারিতা রয়েছে। যেমন– সন্ত্রাসীরা চাঁদাবাজি এবং কাউকে হত্যার হুমকি দেয়ার কাজেও কখনো কখনো মোবাইল ফোন ব্যবহার করে থাকে। আবার ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় ফাঁকি দিয়ে কিংবা রাত জেগে দীর্ঘ সময়ব্যাপী মোবাইলে কথা বলতে থাকে, যা তাদের জন্যে খুবই ক্ষতিকর। ইংরেজিতে একটি কথা আছে, “Everything has a bad side” অর্থাৎ, প্রতিটি জিনিসেরই একটা খারাপ দিক আছে। সুবিধার পাশাপাশি অসুবিধা থাকাটা স্বাভাবিক, এক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহারই কাম্য। প্রযুক্তিকে যাতে কেউ অসৎ পথে ব্যবহার করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে।