পড়াশোনা

রসায়ন প্রশ্ন ও উত্তর (পর্ব-৫)

1 min read

প্রশ্ন-১. জারণ বিক্রিয়া কাকে বলে?
উত্তর :
 যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রনের অপসারণ ঘটে এবং এর ফলে সংশ্লিষ্ট পরমাণু বা আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি অথবা ঋণাত্মক চার্জ হ্রাস পায় তাকে জারণ বিক্রিয়া বলে।

প্রশ্ন-২. তাপহারী বিক্রিয়া কাকে বলে?
উত্তর 
: বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি শোষিত হলে তাকে তাপহারী বিক্রিয়া বলে।

প্রশ্ন-৩. সমাণুকরণ বলতে কি বোঝায়?
উত্তর :
 যে বিক্রিয়ায় কোন যৌগের অণুতে পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে অন্য সমাণু উৎপন্ন করে তাকে সমাণুকরণ বিক্রিয়া বলে।
উদাহরণ : অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে তা ইউরিয়ায় রূপান্তরিত হয়।

প্রশ্ন-৪. ব্লিচ এর আণবিক সংকেত কি?
উত্তর :
 ব্লিচ এর আণবিক সংকেত হলো Ca(OCl)Cl

প্রশ্ন-৫. স্ল্যাক লাইম কি?
উত্তর :
 স্ল্যাক লাইম মূলত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যার রাসায়নিক সংকেত হলো Ca(OH)2

প্রশ্ন-৬. টয়লেট ক্লিনারের মূল উপাদান কি?
উত্তর :
 টয়লেট ক্রিনারের মূল উপাদান হলাে NaOH (কস্টিক সােডা)।

প্রশ্ন-৭. মোলালিটি কাকে বলে?
উত্তর :
 প্রতি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের মোলালিটি বলে।

প্রশ্ন-৮. কপার ধাতুর অপর নাম কি?
উত্তর :
 তামা।

প্রশ্ন-৯. সিলভারের প্রতীক কি?
উত্তর :
 Ag

প্রশ্ন-১০. অনুঘটক কাকে বলে?
উত্তর :
 যেসকল রাসায়ণিক পদার্থ সরাসরি কোন বিক্রিয়ায় অংশগ্রহন করে না, কিন্তু এর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় তাকে অনুঘটক বলে।

প্রশ্ন-১১. বাফার দ্রবণ কি?

উত্তর : যে দ্রবণে সামান্য দুর্বল অম্ল বা ক্ষার যোগ করার পরও দ্রবণের pH এর মান অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে।

প্রশ্ন-১২. ডালডা কি?
উত্তর :
 ডালডা এক প্রকার জমাট বাঁধা তৈল জাতীয় পদার্থ। এটা তৈরি করা হয় চর্বি দ্বারা।

প্রশ্ন-১৩. কোন প্রানীর রক্ত সাদা?
উত্তর :
 টিকটিকির রক্ত সাদা।

প্রশ্ন-১৪. হাইড্রোলিথ কী?
উত্তর :
 ক্যালসিয়াম হাইড্রাইডকে বলা হয় হাইড্রোলিথ।

প্রশ্ন-১৫. এসিটোন কি?
উত্তর :
 এসিটোন বা প্রোপানোন হলো একটি জৈব যৌগ। এটি একটি বর্ণহীন, উদ্বায়ী, দাহ্য প্রকৃতির সরলতম কিটোন শ্রেণির যৌগ। এর রাসায়নিক সংকেতঃ- (CH3)2CO

প্রশ্ন-১৬. ১ মিলি অ্যাম্পিয়ার = কত?
উত্তর :
 ১ মিলি অ্যাম্পিয়ার = 10-³ অ্যাম্পিয়ার ⁼ 10³ মাইক্রো অ্যাম্পিয়ার।

প্রশ্ন-১৭. হাইড্রোজেন এর মোট কয়টি আইসোটোপ রয়েছে ও নাম কী কী?
উত্তর :
 পরীক্ষাগারে হাইড্রোজেন এর সাতটি পর্যন্ত আইসোটোপ আবিষ্কার করা হয়েছে।
তবে সাধারণভাবে হাইড্রোজেন এর তিনটি আইসোটোপ বেশ প্রচলিত। যথাঃ-
¹₁H→প্রোটিয়াম।
²₂H→ডিউটেরিয়াম।
³₃H→ট্রিটিয়াম।

প্রশ্ন-১৮. যোজ্যতা ও যোজনী কাকে বলে?
উত্তর :
 পরমাণুর শেষ কক্ষপথে যে কয়েকটি ইলেকট্রন থাকে, তাকে ঐ মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। যেমনঃ Cl এর যোজ্যতা ইলেকট্রন ৭টি। কোনো পরমাণুর অপর পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে ঐ মৌলের যোজনী বলে। যেমনঃ Cl এর যোজনী হলো = 1।

প্রশ্ন-১৯. লবণ কি?
উত্তর :
 লবণ হলো অম্ল ও ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ পদার্থ। লবণ দুই প্রকার। যথাঃ- ১. অম্লীয় লবণ এবং ২. ক্ষারীয় লবণ।

প্রশ্ন-২০. ১ মোলার দ্রবণ কাকে বলে?
উত্তর :
 একটি নিদিষ্ট তাপমাত্রায় ১ লিটার দ্রবণের মধ্যে যদি ১ মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ঐ দ্রবণকে ১ মোলার দ্রবণ বলা হয় বা মোলার বলা হয় ।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x