পড়াশোনা

মাল্টিমিডিয়া বিষয়ক প্রশ্ন ও উত্তর

1 min read

প্রশ্ন-১. মাল্টিমিডিয়া (Multimedia) কি?
উত্তর :
 মাল্টিমিডিয়া (Multimedia) হলো এমন একটি মাধ্যম, যাতে বিভিন্ন ধরনের তথ্যকে (যেমন লিপি, শব্দ, চিত্র, এনিমেশন, ভিডিও প্রভৃতি) একসাথে দর্শক/ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. মূলত মাল্টিমিডিয়ার মিডিয়া কয়টি?
অথবা, কয়টি মিডিয়াকে মাল্টিমিডিয়ার মিডিয়া বলে গণ্য করা যায়?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি
উত্তর : ক) ৩টি

 

২. প্রাথমিকভাবে মাল্টিমিডিয়াকে কয় ভাগে ভাগ করা হয়?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
উত্তর : ক) দুই প্রকার

৩. কোনটি মাল্টিমিডিয়ার মিডিয়া নয়?
ক) বর্ণ
খ) সময়
গ) চিত্র
ঘ) শব্দ
উত্তর : খ) সময়

৪. বর্ণ, শব্দ ও চিত্রের একত্ৰিত রপকে কি বলা হয়?
ক) Internet
খ) Multimedia
গ) Media
ঘ) Applieation
উত্তর : খ) Multimedia

৫. মাল্টিমিডিয়ার মিডিয়া নয় কোনটি?
ক) বর্ণ
খ) চিত্র
গ) শব্দ
ঘ) বিদ্যুৎ
উত্তর : ঘ) বিদ্যুৎ

৬. মাল্টিমিডিয়া বলতে কি বুঝায়?
ক) বর্ণের ব্যবহার
খ) শব্দের ব্যবহার
গ) ছবির ব্যবহার
ঘ) বর্ণ, শব্দ ও ছবির ব্যবহার
উত্তর : ঘ) বর্ণ, শব্দ ও ছবির ব্যবহার

৭. কোনটি মাল্টিমিডিয়ার মিডিয়া?
ক) বর্ণ
খ) শব্দ
গ) চিত্র
ঘ) সবগুলােই
উত্তর : ঘ) সবগুলােই

৮. মাল্টিমিডিয়ার ধারণায় বর্ণ কীরূপ?
ক) স্থির
খ) চলমান
গ) অক্ষয়
ঘ) বিট
উত্তর : খ) চলমান

৯. বর্ণ, শব্দ ও চিত্রের সমন্বয় হচ্ছে–
ক) ইন্টারনেট
খ) মাল্টিমিডিয়া
গ) মিডিয়া
ঘ) প্রয়ােগ
উত্তর : খ) মাল্টিমিডিয়া

১০. কোনটি মাল্টিমিডিয়ার মিডিয়া নয়?
ক) শব্দ
খ) বর্ণ
গ) চিত্র
ঘ) ইন্টারনেট
উত্তর : ঘ) ইন্টারনেট

১১. মাল্টিমিডিয়ার মিডিয়ায় কোনটি?
ক) বর্ণ
খ) চিত্র
গ) শব্দ
ঘ) ভাষা
উত্তর : ঘ) ভাষা

১২. কোনটি মাল্টিমিডয়ার মিডিয়া নয়?
ক) Text
খ) TV
গ) Graphics
ঘ) Sound
উত্তর : খ) TV

১৩. মাল্টিমিডিয়ার বর্ণ কেমন হতে পারে?
ক) চলমান
খ) ত্রিমাত্রিক
গ) উভয়ই
ঘ) কোনটি না
উত্তর : গ) উভয়ই

১৪. মাল্টিমিডিয়ার ধারণায় বর্ণ কিরূপ?
ক) স্থির
খ) চলমান ত্রিমাত্রিক
গ) অক্ষয়
ঘ) বিট
উত্তর : খ) চলমান ত্রিমাত্রিক

১৫. চলমান গ্রাফিক্সকে বলা যায়–
ক) ছবি
খ) এনিমেশন
গ) অডিও
ঘ) সবকটি
উত্তর : খ) এনিমেশন

১৬. মাল্টিমিডিয়ার অন্যতম মিডিয়া—
ক) বর্ণ
খ) চিত্র
গ) শব্দ
ঘ) সবগুলাে
উত্তর : গ) শব্দ

১৭. একাধিক শন্দের প্রবাহকে কি বলা হয়?
ক) স্টিরিও
খ) মান্টি সাউন্ড
গ) মনো
ঘ) কোলাহল

উত্তর : ক) স্টিরিও 

১৮. মাল্টিমিডিয়া প্রধানত—প্রকার
ক) ৬
খ) ৮
গ) ২
ঘ) ৪
উত্তর : গ) ২

১৯. প্রাথমিকভাবে মাল্টিমিডিয়া কত প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
উত্তর : ক) ২ প্রকার

২০. মাল্টিমিডিয়াকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
অথবা, প্রাথমিকভাবে মাল্টিমিডিয়াকে ভাগ করা যায়–
ক) তিন ভাগে
খ) চার ভাগে
গ) পাঁচ ভাগে
ঘ) দু ভাগে
উত্তর : ঘ) দু ভাগে

২১. লিনিয়ার মাল্টিমিডিয়া কোনটি নয়?
ক) সিনেমা
খ) ভিডিও
গ) কম্পিউটার
ঘ) টেলিভিশন
উত্তর : গ) কম্পিউটার

২২. কোনটি লিনিয়ার মাল্টিমিডিয়া?
ক) Radio
খ) Computer
গ) Tv
ঘ) Fax
উত্তর : গ) Tv

২৩. নল লিনিয়ার মাল্টিমিডিয়া হচ্ছে–
ক) কম্পিউটারভিত্তিক
খ) ভিডিওভিত্তিক
গ) টেলিভিশনভিত্তিক
ঘ) সিনেমাভিত্তিক
উত্তর : ক) কম্পিউটারভিত্তিক

২৪. কম্পিউটারভিত্তিক মাল্টিমিডিয়াকে কোন ধরনের মাল্টিমিডিয়া বলে?
ক) লিনিয়ার মাল্টিমিডিয়া
খ) নন-লিনিয়ার মাল্টিমিডিয়া
গ) লিজা লিনিয়ার মাল্টিমিডিয়া
ঘ) ওয়েব লিনিয়ার মাল্টিমিডিয়া
উত্তর : খ) নন-লিনিয়ার মাল্টিমিডিয়া

২৫. লিনিয়ার মাল্টিমিডিয়ার বৈশিষ্ট্য কোনটি?
ক) স্থির থাকা
খ) তাৎক্ষণিকভাবে পরিবর্তনশীল
গ) হাইপার হতে পারে
ঘ) ধারাবাহিক বা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকা
উত্তর : ঘ) ধারাবাহিক বা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকা

২৬. লােটাস ১-২-৩ কোন অপারেটিং সিস্টেমে ব্যবহূত হয়?
ক) ইউনিক্স
খ) ডাটা অপারেটিং
গ) উইন্ডােজ-৯৮
ঘ) এক্স – পি
উত্তর : ক) ইউনিক্স

২৭. সাধারণ পিসির সঙ্গে বাড়তি কোন যন্ত্র যােগ করে সেটিকে মাল্টিমিডিয়া পিসিতে পরিণত করা হয়?
ক) সাউন্ড কার্ড
খ) ফ্লপি ড্রাইভ
গ) ভিডিও কার্ড
ঘ) সাউন্ড কার্ড এবং সিডি ড্রাইভ
উত্তর : ঘ) সাউন্ড কার্ড এবং সিডি ড্রাইভ

২৮. এনিমেশনের জন্য সর্বোচ্চ গতির — প্রয়ােজন হয়
ক) মাইক্রোপ্রসেসর
খ) হার্ডডিস্ক
গ) থ্রি ডি এক্সিলেটর কার্ড
ঘ) সব কয়টি
উত্তর : ক) মাইক্রোপ্রসেসর

২৯. মাল্টিমিডিয়ার প্রয়ােগক্ষেত্র কোনটি?
ক) ব্যবসা
খ) বিনােদন
গ) আইন-শৃঙ্খলা রক্ষা
ঘ) উপরের সবকটি
উত্তর : ঘ) উপরের সবকটি

৩০. মাল্টিমিডিয়ার সাহায্যে নিচের কোনটি সম্পন্ন হয়?
ক) ডিজিটাল প্রকাশনা
খ) চলচ্চিত্রে স্পেশাল এফেক্টস প্রদান
গ) সিমুলেশন
ঘ) উপরের সবগুলো
উত্তর : ঘ) উপরের সবগুলো

৩১. শিক্ষার জন্য কাগজের তথ্য এখন কোনরূপে পাওয়া যাচ্ছে?
ক) গ্রাফিকাল
খ) এনালগ
গ) ডিজিটাল
ঘ) থ্রী ডাইমেনশনাল
উত্তর : গ) ডিজিটাল

৩২. লেখাপড়া সহজ হয়েছে কি কারণে?
ক) অভিভাবকগণ মনােযােগী হওয়ার কারণে
খ) সিডির কারণে
গ) মাল্টিমিডিয়ার কারণে
ঘ) টেলিভিশনের কারণে
উত্তর : গ) মাল্টিমিডিয়ার কারণে

৩৩. মাল্টিমিডিয়ার একটি বৃহৎ প্রয়ােগক্ষেত্র হল —
ক) শিক্ষা
খ) নিরাপত্তা
গ) ব্যবসা
ঘ) বিজ্ঞান ও গবেষণা
উত্তর : ক) শিক্ষা

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x