জীব খাদ্য গ্রহণ করে কেন- ব্যাখ্যা করো।
খাদ্য গ্রহণ জীবের এক অনন্য বৈশিষ্ট্য। বেঁচে থাকার জন্য জীবকে অবশ্যই খাদ্য গ্রহণ করতে হয়। খাদ্য ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। শুধু তাই নয়, খাদ্য গ্রহণের পর তা হজম হয়ে জীবদেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে সাহায্য করে এবং জীবদেহে শক্তি তৈরি হয়। এ শক্তি জীবের বিভিন্ন জৈবিক কাজ সম্পাদনে বিশেষ ভূমিকা রাখে। যা জীবকে সুস্থভাবে বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে।