শিলামণ্ডল বিভিন্ন প্লেট দ্বারা গঠিত। এই প্লেটগুলো চলার সময় একটি আরেকটির সাথে ঘষা বা ধাক্কা খেলে প্রচুর তাপের সৃষ্টি হয় এবং ভূ-ত্বকের বিভিন্ন পদার্থকে গলিয়ে দেয়। এই গলিত পদার্থ চাপের ফলে নিচ থেকে ভূপৃষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে। একে আগ্নেয়গিরির উদগীরণ বলে।
Offcanvas menu