ডাল্টনের আংশিক চাপ সূত্রটি হলো– “কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ ঐ মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান”।
মনে করি, স্থির তাপমাত্রায় V আয়তনের একটি আবদ্ধ পাত্রে একটি গ্যাস মিশ্রণে n সংখ্যক উপাদান গ্যাস রাসায়নিকভাবে বিক্রিয়াহীন অবস্থায় মিশ্রিত আছে। গ্যাস মিশ্রণের মোট চাপ, P এবং উপাদান গ্যাসসমূহের আংশিক চাপ যথাক্রমে P1, P1, P1 … Pn। তাহলে, ডাল্টনের আংশিক চাপ সূত্রানুসারে,
P=P1+P2+P3+…+Pn
আংশিক চাপ সূত্রের ব্যবহার (Application of Dalton’s law of partial pressure)
ক. গ্যাস মিশ্রণের চাপ নির্ণয় : নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পরের সাথে বিক্রিয়া করে না এই ধরনের কয়েকটি গ্যাসকে মিশ্রিত করলে মিশ্রিত গ্যাসের চাপ বয়েলের সূত্র ও ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়।
খ. আর্দ্র গ্যাসের চাপ নির্ণয় : পরীক্ষাগারে সাধারণত পানির নিম্নমুখী অপসারণ দ্বারা গ্যাস সংগ্রহ করা হয়। কিন্তু এতে গ্যাসের সঠিক চাপ পাওয়া যায় না। কারণ সেই গ্যাসের সাথে জলীয় বাষ্পের চাপ থাকে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ডাল্টনের আংশিক চাপ সূত্র কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ডাল্টনের আংশিক চাপ সূত্র কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।