পড়াশোনা

প্রভাবক কাকে বলে? প্রভাবক কত প্রকার ও কি কি?

0 min read

যে বস্তু কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের সংস্পর্শে থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে কিন্তু বিক্রিয়া শেষে ভরে এবং রাসায়নিক সংযুক্তিতে অপরিবর্তিত থাকে, তাকে ঐ বিক্রিয়ার প্রভাবক বলে।

প্রভাবকের প্রকারভেদ
প্রভাবক কয়েক ধরনের হয়ে থাকে। যেমনঃ
১. ধনাত্মক প্রভাবক
২. ঋণাত্মক প্রভাবক
৩. অটো প্রভাবক বা স্বয়ং প্রভাবক
১. ধনাত্মক প্রভাবক : যে সকল প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে আরো বৃদ্ধি করে তাকে ধনাত্মক প্রভাবক বলে।
২. ঋণাত্মক প্রভাবক : যে সকল প্রভাবক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে হ্রাস করে তাকে ঋণাত্মক প্রভাবক বলে।
৩. অটো প্রভাবক বা স্বয়ং প্রভাবক : কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের একটি ঐ বিক্রিয়ার জন্য প্রভাবক হিসেবে কাজ করলে তাকে অটো প্রভাবক বলে।

প্রভাবকের বৈশিষ্ট্য
প্রভাবকের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলোঃ

  •  প্রভাবক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে মাত্র। বিক্রিয়াশেষে প্রভাবকের মোট ভরের অথবা গঠনের কোনরূপ পরিবর্তন হয় না।
  •  বিক্রিয়ার গতিকে প্রভাবিত করার জন্য সামান্য পরিমাণ প্রভাবকই যথেষ্ট।
  •  কোনো প্রভাবক বিক্রিয়া শুরু করতে পারে না।
  •  প্রভাবক কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার অবস্থান পরিবর্তন করতে পারে না। শুধুমাত্র সাম্যাবস্থা অর্জন দ্রুততর করে।
  •  কোন নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবক নির্দিষ্ট। যে কোন প্রভাবক যে কোন বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে না।

এখানে যা শিখলাম–
প্রভাবক কাকে বলে?; প্রভাবক কত প্রকার ও কি কি?; ধনাত্মক প্রভাবক কাকে বলে?; ঋণাত্মক প্রভাবক কাকে বলে?; অটো প্রভাবক বা স্বয়ং প্রভাবক কাকে বলে?; প্রভাবকের বৈশিষ্ট্য কি কি?;

5/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x