নমুনা পানির বলতে কী বুঝ?
উত্তর : নমুনা পানির বলতে রাসায়নিক পানির বিশুদ্ধতা , COD, BOD ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করার জন্য নমুনা হিসেবে যে পানি সংগ্রহ করা হয় । তাকে নমুনা পানি/বর্জ্য পানি বলে।
উত্তর : নমুনা পানির বলতে রাসায়নিক পানির বিশুদ্ধতা , COD, BOD ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করার জন্য নমুনা হিসেবে যে পানি সংগ্রহ করা হয় । তাকে নমুনা পানি/বর্জ্য পানি বলে।
পরমাণু হচ্ছে কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ঐ মৌলের বৈশিষ্ট্য অক্ষুন্ন থাকে, যা স্বাধীনভাবে অবস্থান করতে পারে না কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। পরমাণু প্রধানত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটি কণা দিয়ে তৈরি। পরমাণু আধান নিরপেক্ষ কেন? আমরা জানি, পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান থাকে। অর্থাৎ একটি পরমাণুতে যতটি ইলেকট্রন…
বাংলা বর্ণমালার স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণের মাথায় সোজা দাগ থাকলেই সেটাকে মাত্রা বলে। অর্থাৎ বাংলা বর্ণমালার মাথায় যে দাগ বা কসি টানা হয় তাকে মাত্রা বলে। বাংলা ভাষায় এমন দুটো বর্ণ রয়েছে যখন সেগুলোর উপর মাত্রা থাকে না তখন সেগুলো স্বরধ্বনিকে চিহ্নিত করে। আবার যখন সেগুলোর উপর মাত্রা থাকে তখন সেগুলো ব্যঞ্জন ধ্বনি চিহ্নিত করে। এ দুটো…
দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন বা ক্যাবল সংযোগ ছাড়া ডেটা কমিউনিকেশনের পদ্ধতি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তারবিহীন মাধ্যমের সাহায্যে ওয়্যারলেস ডিভাইসসমূহের মধ্যে যে পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন হয় তাকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে। প্রয়োজনীয়তা যেসব স্থানে তার বা ক্যাবলভিত্তিক যোগাযোগ সম্ভব নয় যেসব স্থানে যোগাযোগের জন্য ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম অপরিহার্য। আবার প্রযুক্তির উৎকর্ষের ফলে প্রাপ্ত…
রেল লাইনের ওপর দিয়ে যখন ট্রেন চলে, তখন ঘর্ষণের কারণে অল্প সময়ের মধ্যে প্রচুর তাপ উৎপন্ন হয়। এতে করে রেল লাইনের তাপমাত্রা অনেক বেড়ে যায়। ফলে রেল লাইনটি (ধাতব উপাদানে তৈরি হওয়ায়) খানিকটা প্রসারিত হয়। এই প্রসারণের কারণে লাইনটি যেন বেঁকে না যায়, এজন্য দুটি রেল লাইনের সংযোগ স্থলে কিছুটা ফাঁকা রাখা হয়
মানচিত্রের স্কেল তিন প্রকার। যথা- বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশসূচক স্কেল ও লৈখিক স্কেল।
প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না এ সমস্যা থেকে সমাধান পেতে যা যা করতে হবে তা নিচে তুলে ধরা হলো– পরামর্শ-১ঃ প্রিন্টারের সাথে পাওয়ার ক্যাবলটি সংযুক্ত আছে কিনা দেখতে হবে। পরামর্শ-২ঃ প্রিন্টার অন/চালু করা আছে কিনা দেখতে হবে। পরামর্শ-৩ঃ কম্পিউটারের সাথে প্রিন্টারের ডেটা ক্যাবল সংযুক্ত আছে কিনা দেখতে হবে। পরামর্শ-৪ঃ প্রিন্টারের ভিতরে কোনো প্রকার কাগজ কিংবা অন্য কোনো কিছু আটকে আছে…