ইন্টারফেসিং কি? ইন্টারফেসের প্রয়ােজনীয়তা।

কম্পিউটারের সাথে পেরিফেরাল ডিভাইসগুলাে অর্থাৎ ইনপুট/আউটপুট ডিভাইসগুলাের সংযােগকে ইন্টারফেসিং বলা হয়। ইন্টারফেসের এর গুরুত্ব অপরিসীম। কারণ ইন্টারফেস ছাড়া দুটি যন্ত্র একত্রিত হতে পারেনা। আর একত্রিত হতে না পারলে এগুলাে কোন কাজ করতে পারবে না।

ইন্টারফেস এর প্রয়ােজনীয়তাঃ

  • ইনপুট ডিভাইস হতে সিপিইউ তে ডেটা ইনপুট করা ও সিপিইউ হতে ফলাফল আউটপুট ডিভাইসে পাঠানাের কাজকে নিয়ন্ত্রণ করতে ইন্টারফেসের প্রয়ােজন।
  • সিপিইউ এর গতির সাথে ইনপুট ও আউটপুট ডিভাইসের গতিকে সিনক্রোনাইজ করার জন্য ইন্টারফেস প্রয়ােজন হয়।
  • কোনাে ইনপুট/আউটপুট ডিভাইস ডেটা স্থানস্তরের জন্য প্রস্তুত কিনা তা সিপিইউ ইন্টারফেসের মাধ্যমে বুঝতে পারে।
  • ইন্টারফেস এক ধরনের স্ট্যাটাস ফ্ল্যাগ ধারণ করে যার মাধ্যমে প্রসেসর বুঝতে পারে ডেটা বাফার ডেটা দ্বারা পূর্ণ না অপূর্ণ।
  • ৫. ইন্টারফেসের মাধ্যমে বিভিন্ন প্রকার বাস ও ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য ফরমেট পরিবর্তন করে থাকে।

মাইক্রোকম্পিউটার সিস্টেমের সাথে ইনপুট/আউটপুট যন্ত্রসমূহকে চার ভাবে সংযুক্ত করা যায়। যথা—
১. শ্রেণী সংযােগ পেরিফেরাল ইন্টারফেস (Serial peripheral interface)
২. সমান্তরাল পেরিফেরাল ইন্টারফেস (Parallel peripheral interface)

৩. স্ক্যাজি পেরিফেরাল ইন্টারফেস (SCSI peripheral interface)
৪. ফায়ারওয়্যার পেরিফেরাল ইন্টারফেস (Fireware peripheral interface)

  • শ্রেণী সংযোগঃ যে সংযােগ পদ্ধতিতে সংযুক্ত হলে সিস্টেম থেকে ডিভাইসসমূহে উপাত্তের প্রবাহ একের পর এক শেণীবদ্ধভাবে হয় তাকে শ্রেণীসংযােগ বলে। কী-বাের্ড, মাউস প্রভৃতি শ্রেণী সংযােগে যুক্ত হয়।
  • সমান্তরাল সংযোগঃ যে সংযোগ পদ্ধতিতে সংযুক্ত হলে সিস্টেম থেকে ডিভাইসসমূহে উপাত্তের প্রবাহ একই সঙ্গে অর্থাৎ সমান্তরালভাবে হয়, তাকে সমান্তরাল সংযোগ বলে। প্রিন্টার, ডেটা লিঙ্ক, ক্যাবল প্রভৃতি এ সংযোগে যুক্ত হয়।
  • স্ক্যাজি পেরিফেরাল ইন্টারফেসঃ SCSI হচ্ছে Small Computer System Interface এর সংক্ষিপ্তরূপ। এটি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক সজ্ঞায়িত শিল্পমান ইন্টারফেস। স্ক্যাজি ডিভাইসগুলাে প্যারালাল কমুনিকেশন পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে।
  • ফায়ারওয়্যার পেরিফেরাল ইন্টারফেসঃ দ্রুত গতিতে ডেটা ট্রান্সফারের (সেকেন্ডে ৪০০ মেগাবাইট) জনপ্রিয় ইন্টারফেস হচ্ছে ফায়ারওয়্যার। ফায়ারওয়্যার ক্যাবেলের সাহায্যে ফায়ারওয়্যার পাের্টে ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামকরডারস, ভিটিআর, মিউজিক সিস্টেম ইত্যাদি সংযােগ দেওয়া হয়।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *