ডিজিটাল ডিভাইস কাকে বলে? – What is Digital Device?

admin
1 Min Read

যে সকল যন্ত্রের অপারেশন ডিজিটাল লজিক দ্বারা নিয়ন্ত্রণ হয় তাদেরকে ডিজিটাল ডিভাইস (Digital Device) বলে। অর্থাৎ, যে সকল যন্ত্রপাতি প্রযুক্তিগত ভাবে ডিজিট বা 0, 1 অথবা সত্য ও মিথ্যা নিয়ে কাজ করে তাদের ডিজিটাল ডিভাইস বলে। ডিজিটাল ডিভাইসের উপাদান হিসেবে এন্ড গেট, অর গেট, নট গেট, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার ইত্যাদি ব্যবহার করা হয়। ডিজিটাল ডিভাইস বাইনারি সংখ্যা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।

কয়েকটি ডিজিটাল ডিভাইস
১. কম্পিউটার
২. ক্যালকুলেটর
৩. ডিজিটাল ক্যামেরা

৪. পারসোনাল ডিজিটাল এসিস্ট্যান্ট (PDA)
৫. মাল্টি মিডিয়া প্রজেক্টর ইত্যাদি।ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব কতটুকু?

ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব অনেক বেশি। বাইনারি সংখ্যায় ব্যবহার হওয়া অঙ্কগুলো (০ ও ১) সহজেই ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে প্রকাশ করা যায়। বৈদ্যুতিক সিগন্যাল চালু থাকলে অন এবং বন্ধ থাকলে অফ দিয়ে প্রকাশ করা হয়। বাইনারি সিস্টেমে দুটি অবস্থা থাকার কারণে ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইন করা সহজ হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি ছাড়া অন্যান্য পদ্ধতিতে সার্কিট ডিজাইন তুলনামূলক জটিল ও ব্যয়বহুল।

Share this Article
Leave a comment
x