পড়াশোনা
1 min read

ডায়রিয়া কি? ডায়রিয়া রোগের কারণ ও লক্ষণ। What is Diarrhea in Bangla?

ডায়রিয়া (Diarrhea) একটি পানি ও খাদ্যবাহিত রোগ। কারো যদি দিনে অন্তত তিনবারের বেশি পাতলা পায়খানা হয় তাহলে তার ডায়রিয়া হয়েছে বলে মনে করতে হবে। নিম্নে এ রোগের কারণ ও লক্ষণগুলো দেওয়া হলো।

ডায়রিয়া রোগের কারণ
দূষিত পানি পান করলে, বাসি-পচা, নোংরা খাবার খেলে, অপরিচ্ছন্ন থালা-বাসন ব্যবহার করলে, অপরিস্কার হাতে খাবার খেলে এ রোগের বিস্তার লাভের সম্ভাবনা বেশি থাকে।

ডায়রিয়া রোগের লক্ষণ
১. ঘন ঘন পাতলা পায়খানা হয়;
২. বারবার বমি হয়;
৩. খুব পিপাসা লাগে, মুখ ও জিহ্বা শুকিয়ে যায়;
৪. চোখ বসে যায়;
৫. কাঁদলে শিশুর মাথার চাঁদি বা তালু বসে যায়;
৬. আস্তে আস্তে রোগী নিস্তেজ হয়ে পড়ে।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। ডায়রিয়া কী ধরনের রোগ?

ক) ছোঁয়াচ

খ) বায়ুবাহিত

গ) পানিবাহিত

ঘ) ভাইরাসজনিত

সঠিক উত্তর : গ) পানিবাহিত

 

২। কোন রোগে শিশুর মাথার মধ্যভাগ দেবে যায়?

ক) হাম

খ) যক্ষ্মা

গ) ডায়রিয়া

ঘ) উচ্চ জ্বর

সঠিক উত্তর : গ) ডায়রিয়া

 

৩। স্যালাইন খাওয়ানোর মূল উদ্দেশ্য কী?

ক) ডায়রিয়া বন্ধ করা

খ) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা

গ) শরীরে পানির অভাব পূরণ করা

ঘ) অন্যান্য খাবারের রুচি সৃষ্টি করা

সঠিক উত্তর : গ) শরীরে পানির অভাব পূরণ করা

Rate this post