পড়াশোনা
0 min read

পার্থেনোজেনেসিস কী?

উত্তরঃ যৌন জননক্ষম উদ্ভিদের সাধারণত দুটি বিপরীত ধর্মী গ্যামেটের (ডিম্বাণু ও শুক্রাণু) মিলনে সৃষ্ট জাইগোটের মাধ্যমে প্রজনন ঘটে থাকে। কিন্তু কোন কোন উদ্ভিদের অনিষিক্ত গ্যামেট বিকশিত হয়ে নতুন উদ্ভিদ জন্ম দেয়। অনিষিক্ত গ্যামেট হতে ভ্রুণ তথা নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে পার্থেনোজেনেসিস বা অপুংজনি বলে।

Rate this post