জোড় কলম কী?
উত্তরঃ উন্নত উদ্ভিদের গুণগত মান বজায় রাখার জন্য জোড় কলম তৈরি করা হয়। এক্ষেত্রে নিবাচিত উদ্ভিদের একটি শাখা একই প্রজাতির অন্য একটি স্থায়ী উদ্ভিদের শাখার সাথে সংযুক্ত করা হয়। নির্বাচিত উদ্ভিদের শাখাকে সিয়ন এবং স্থায়ী উদ্ভিদকে স্টক বলে। সিয়ন শাখাটি বিকশিত হওয়া শুরু করলে স্টকের শাখাটি উপরের দিক থেকে কেটে ফেলা হয়। এ পদ্ধতিতে উন্নত জাতের কুল, আম ইত্যাদি উদিদের জনন ঘটানাে হয়।