পড়াশোনা
0 min read

জিব্বেরেলিন কি? জিব্বেরেলিন এর কাজ – What is Gibberellin?

জিব্বেরেলিন একটি বৃদ্ধিকারক হরমোন। চারাগাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। এর প্রভাবে পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এজন্য খাটো উদ্ভিদে জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়।

এছাড়া জিব্বেরেলিন যেসব কাজ করে–
  1. জিব্বেরেলিন কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে।
  2. বীজের ও কুঁড়ির সুপ্ততা ভঙ্গ করে।
  3. বীজের অঙ্কুরোদগমের হার বাড়াতে সহায়তা করে।
  4. গাছে ফলের সংখ্যা বাড়াতে সহায়তা করে।
  5. উদ্ভিদের ফুল ফোটাতে সহায়তা করে।
5/5 - (2 votes)