পড়াশোনা
1 min read

হাইড্রা কি? হাইড্রার বৈশিষ্ট্য, আবিষ্কার ও নামকরণ – What is Hydra?

হাইড্রা (Hydra) হচ্ছে ক্ষুদ্রাকৃতি স্বাদুপানির প্রাণীর গণ যা নিডারিয়া পর্বের হাইড্রোজোয়া শ্রেণীর অন্তর্গত। এদের পাওয়া যায় নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে।

হাইড্রার আবিষ্কার ও নামকরণ

হাইড্রার প্রকৃত আবিষ্কারক অ্যাব্রাহাম ট্রেম্বলে (Abraham Trembley, 1700-1784)। লিনিয়াসের নাম দেন Hydra। গ্রীক রূপকথার নয় মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করা হয়। ঐ ড্রাগনটির একটি মাথা কাটলে তার বদলে দুই বা তার বেশি মাথা গজাতো। Hydra ঐ ড্রাগনের মতো হারনো বা ক্ষতিগ্রস্ত অংশ আবার তৈরি করতে পারে, তাই অনেক সময় বহু মাথাওয়ালা সদস্য আবির্ভূত হয়।
হাইড্রার বৈশিষ্ট্য
নিচে হাইড্রার বৈশিষ্ট্য উল্লেখ করা হলো–
১. এদের দেহ নলাকার ও নরম।
২. এদের দেহ অরীয় প্রতিসম।
৩. এদের দেহের এক প্রান্ত বন্ধ, অন্য প্রান্ত খোলা।
৪. এদের এক্টোডার্মে নিডোব্লাস্ট নামক এক বৈশিষ্ট্য পূর্ণ কোষ থাকে যা শিকার ধরা, আত্মরক্ষা ও চলতে অংশ নেয়।
৫. এদের দেহ গহ্বরকে সিলেন্টেরন বলা হয় যা পরিপাক ও সংবহনে অংশ নেয়।
Rate this post