পড়াশোনা
0 min read

স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি?

স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–

  • যে রাশির শুধু মান আছে দিক নেই তাকে স্কেলার বা অদিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি, তাপমাত্রা, কাজ ইত্যাদি। অপরদিকে যে রাশির মান ও দিক উভয় আছে তাকে ভেক্টর বা দিক রাশি বলে। যেমন সরণ, ত্বরণ, বেগ, বল ইত্যাদি।
  • সাধারণ গাণিতিক নিয়মে স্কেলার রাশি যোগ, বিয়োগ বা গুণ করা যায়। অপরদিকে সাধারণ গাণিতিক নিয়মে সাধারণত দুটি ভেক্টর রাশির যোগ, বিয়োগ বা গুণ করা যায় না।
  • স্কেলার রাশি শুধু তার মানের পরিবর্তনে পরিবর্তিত হয়। অপরদিকে ভেক্টর রাশি তার মান অথবা দিক অথবা মান ও দিক উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয়।
  • দুটি স্কেলার রাশির কোন একটি শূন্য না হলে এদের স্কেলার গুণফল কখনও শূন্য হয় না। অপরদিকে দুটি ভেক্টর রাশির কোন একটির মান শূন্য না হলেও এদের ভেক্টর গুণফল শূন্য হতে পারে।
  • দুটি স্কেলার রাশির গুণনে সর্বদা একটি স্কেলার রাশি পাওয়া যায়। অপরদিকে দুটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি কিংবা একটি স্কেলার রাশি হতে পারে।
Rate this post