আবরণী টিস্যু কাকে বলে? আবরণী টিস্যু কত প্রকার ও কি কি?
What is Epithelial tissue?
আবরণী টিস্যুর কাজ
অঙ্গকে আবৃত রেখে সেটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, বিভিন্ন পদার্থ নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ শোষণ করা এবং সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা আবরণী টিস্যুর কাজ।
আবরণী টিস্যু ও পেশি টিস্যুর মধ্যে পার্থক্য কি?
আবরণী টিস্যু ও পেশি টিস্যুর মধ্যে পার্থক্য নিম্নরূপ–
আবরণী টিস্যু
- যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে।
- ত্বকের বাইরে, মুখ গহ্বরের ভেতরে, পাকস্থলী, অন্ত্র, নাকের ভেতর আবরণী টিস্যু অবস্থান করে।
- এ টিস্যু দেহের ভেতরের ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে।
পেশি টিস্যু
- ঐচ্ছিক, অনৈচ্ছিক টিস্যু যে পেশি দ্বারা গঠিত তাকে পেশি টিস্যু বলে।
- হাতে ও পায়ে, অন্ত্রে, হৃৎপিণ্ডে অবস্থান করে।
- দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে।