পড়াশোনা
1 min read

উদ্ভিদ কোষ কাকে বলে? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য।

উদ্ভিদ দেহ যে কোষ দ্বারা গঠিত তাকে উদ্ভিদ কোষ বলে। এটি উদ্ভিদদেহের গঠন ও কার্যের একক। উদ্ভিদের জড় কোষপ্রাচীর থাকে। কোষে থাকে বিভিন্ন কোষ অঙ্গাণু, যেমন- কোষঝিল্লি, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, গলজিবডি, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকনড্রিয়া, কোষ গহ্বর।

 

উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য :

নিচে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য দেওয়া হলো-

কোষপ্রাচীর থাকে।

১. এ কোষে প্লাস্টিড থাকে।

২. এ কোষে সেন্ট্রিওল থাকে না।

৩. লাইসোজোমের উপস্থিতি বিরল।

৪. পরিণত উদ্ভিদ কোষে বড় কোষগহ্বর থাকে।

৫. এ কোষে মাইক্রোভিলাই থাকে না।

3.1/5 - (69 votes)