চলরাশি (Variable) ও ধ্রুব রাশি (Constant) কাকে বলে? চলরাশি কত প্রকার ও কি কি?

admin
1 Min Read

যে রাশি পরিবর্তিত হয় তাকে চল রাশি বলে। যেমন– সরণ, সময়, ত্বরণ, বেগ ইত্যাদি চল রাশি। আর যে রাশি পরিবর্তিত হয় না বা যে রাশির মান সর্বদা স্থির থাকে, তাকে ধ্রুব রাশি বলে। যেমন– যে কোন সংখ্যা, π, ধ্রুব চাপ, ধ্রুব তাপমাত্রা ইত্যাদি।

চলরাশি প্রধানত দুই প্রকার। যথাঃ–
১. স্বাধীন চলরাশি (Independent Variable) ও

২. অধীন চলরাশি (Dependent Variable)
যে চল রাশির মান অন্য রাশির উপর নির্ভর করে না, তাকে স্বাধীন চল রাশি বলে। আর যে চল রাশির মান অন্য রাশির উপর নির্ভর করে, তাকে অধীন চল রাশি বলে।

এখানে যা শিখলাম–

চলরাশি কাকে বলে?; ধ্রুব রাশি কাকে বলে?; চলরাশি প্রধানত কত প্রকার ও কি কি?; স্বাধীন চলরাশি কাকে বলে?; অধীন চলরাশি কাকে বলে?;
Share this Article
Leave a comment
x