স্থিতি ও গতি কাকে বলে? গতি কত প্রকার ও কি কি?

স্থিতি কি বা কাকে বলে? (What is rest in Bengali/Bangla?)

সময়ের পরিবর্তনের সাথে যখন কোন বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে নিজ অবস্থানের পরিবর্তন করে না তখন বস্তুটির এ অবস্থাকে স্থিতি বলে। অর্থাৎ একটি স্থিতিশীল বস্তু যে গুণের কারণে স্থির অবস্থানে থাকে বা থাকতে চায় তাকে স্থিতি বলে।

উদাহরণ : ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি সময়ের পরিবর্তনের সাথে অবস্থানের পরিবর্তন ঘটায় না। অর্থাৎ এরা স্থির বস্তু এবং এদের এ স্থিরাবস্থাকে স্থিতি বলা হয়।

গতি কাকে বলে? (What is motion in Bengali/Bangla?)

সময়ের সাথে যখন কোন বস্তু তার নিজ অবস্থানের পরিবর্তন ঘটায় তখন বস্তুটির এ অবস্থাকে গতি বলে। অর্থাৎ একটি গতিশীল বস্তু যে গুণের কারণে গতিশীল থাকে বা থাকতে চায় তাকে গতি বলে।

উদাহরণ : মনে করি, একটি ট্রেন ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে চলছে। যে বৈশিষ্ট্যের জন্য ট্রেনটি গতিশীল তাই এর গতি।

 

 

গতির প্রকারভেদ (Types of Motion)

গতি প্রধানত পাঁচ প্রকার। যথাঃ–
১. চলন গতি,
২. ঘূর্ণন গতি,
৩. জটিল গতি,
৪. পর্যাবৃত্ত গতি,
৫. দোলন গতি বা স্পন্দন গতি।
১. চলন গতি : কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ গতিকে চলন গতি বলে।
২. ঘূর্ণন গতি : কোনো বস্তু যখন কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি ইত্যাদি।
৩. জটিল গতি : কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একই সাথে ঘূর্ণন গতি ও চলন গতি থাকে তবে তাকে জটিল গতি বলে। গড়িয়ে যাওয়া বলের গতি, ড্রিল মেশিনের গতি, সাইকেলের চাকার গতি প্রভৃতি হলো জটিল গতি বা ঘূর্ণন চলন গতির উদাহরণ।
৪. পর্যাবৃত্ত গতি : কোন গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে।
৫. দোলন গতি বা স্পন্দন গতি : পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে দোলন গতি বলে।

এখানে যা শিখলাম–
স্থিতি ও গতি কাকে বলে?; গতি কত প্রকার ও কি কি?; চলন গতি কাকে বলে?; ঘূর্ণন গতি কাকে বলে?; জটিল গতি কাকে বলে?; পর্যাবৃত্ত গতি কাকে বলে?; দোলন গতি বা স্পন্দন গতি কাকে বলে?;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *