পড়াশোনা
1 min read

মহাবিশ্ব সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনকে কী বলে?
উত্তর : সূর্যের চার দিকে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।

প্রশ্ন-২. সৌরজগতের গ্রহগুলোর নাম লিখ।
উত্তর : সৌরজগতের গ্রহগুলোর নাম হলো– বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।

প্রশ্ন-৩. নিজ অক্ষে একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উত্তর : নিজ অক্ষে একবার ঘুরে আসতে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট সময় লাগে।

প্রশ্ন-৪. সৌরজগৎ কী?
উত্তর : চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ নানা বস্তু নিয়ে গঠিত পরিবারকে সৌরজগৎ বলে।

প্রশ্ন-৫. মহাবিশ্ব কী?
উত্তর : মহাকাশে বিদ্যমান নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, গ্যালাক্সি, ধূমকেতু ইত্যাদি জ্যোতিষ্কমণ্ডল নিয়ে গঠিত জগেক মহাবিশ্ব বলে।

প্রশ্ন-৬. আহ্নিক গতি কাকে বলে?
উত্তর : নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে।

প্রশ্ন-৭. ঋতু পরিবর্তনের কারণ কী?
উত্তর : পৃথিবীতে বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়।

প্রশ্ন-৮. নক্ষত্র কাকে বলে?
উত্তর : যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে। সূর্যের নিজস্ব আলো আছে বলে সূর্য একটি নক্ষত্র।

প্রশ্ন-৯. বার্ষিক গতি কাকে বলে?
উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। 

ভূমিকম্প কাকে বলে?

উত্তর : কখনো কখনো ভূ-পৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে উঠে। এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূ-পৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে।

Rate this post