পড়াশোনা
1 min read

আপেক্ষিক গুরুত্ব কি? আপেক্ষিক গুরুত্ব জানার প্রয়োজনীয়তা

কোন বস্তুর ওজন ও সমআয়তন আদর্শ বস্তুর ওজনের অনুপাতকে বস্তুর আপেক্ষিক গুরুত্ব বলে। আদর্শ বস্তু হিসেবে সাধারণত 4°C তাপমাত্রার পানি নেয়া হয়। তবে বায়বীয় পদার্থের জন্য কখনো কখনো হাইড্রোজেন গ্যাসকে আদর্শ বস্তু হিসেবে ধরা হয়। আপেক্ষিক গুরুত্বকে S দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক গুরুত্বের একক নেই।

আপেক্ষিক গুরুত্ব জানার প্রয়োজনীয়তা
১. কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব জানা থাকলে বস্তুটি পানিতে ভাসবে না ডুববে তা সহজে বুঝা যায়।
২. যদি বস্তুটি পানির চেয়ে হালকা হয়, তাহলে ভাসমান অবস্থায় এর কত অংশ পানিতে নিমজ্জিত হবে তাও জানা যায়।
৩. বস্তু খাঁটি না ভেজাল তা বুঝা যায়।
৪. বস্তু ফাঁপা না নিরেট তা জানা যায়।
5/5 - (13 votes)