একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এবং ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে?

একমাত্রিক প্রসঙ্গ কাঠামো (One dimensional frame of reference) : কোন সরলরেখা বরাবর গতিশীল কোন বস্তুর গতিকে একমাত্রিক গতি বলে এবং এরূপ সরলরেখাটিকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে।

দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো (Two dimensional frame of reference) : পরস্পর লম্ব দুটি সরলরেখা দ্বারা গঠিত যে ব্যবস্থা দ্বারা সমতলে গতিশীল কোন বস্তুর যে কোন মুহূর্তের অবস্থান নির্দেশ করা যায়, তাকে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে।
ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো (Three dimensional frame of reference) : পরস্পর লম্ব তিনটি সরলরেখা দ্বারা গঠিত যে ব্যবস্থা দ্বারা শূন্যস্থানে (space) গতিশীল কোন বস্তুর যেকোন মুহূর্তের অবস্থান নির্দেশ করা যায়, তাকে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *