পড়াশোনা
1 min read

বাঁক নেয়া রাস্তার পাশে সতর্কীকরণ সাইনবোর্ডে গাড়ির গতিবেগ 60 kmh-1 লেখা থাকে কেন? ব্যাখ্যা করো।

উত্তরঃ বাঁক নেয়া রাস্তায় চলমান গাড়ির ক্ষেত্রে আমরা জানি, tanθ = v2/rg।

এ সমীকরণ থেকে দেখা যায় যে, গাড়ির বেগ যত বেশি হবে এবং বাঁকের ব্যাসার্ধ যত কম হবে তাকে তত বেশি হেলতে হবে।

তাই বাক নেয়া রাস্তায় গাড়ির গতিবেগ 60kmh-1 এর অর্থ হলো এই বেগ থেকে বেশি বেগে বাঁক নিলে গাড়িকে অনেক বেশি কোণে হেলতে হবে যা অত্যন্ত বিপজ্জনক এবং যার ফলে দুর্ঘটনা ঘটতে পারে।

Rate this post