পড়াশোনা
1 min read

সালোকসংশ্লেষণ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. সালোকসংশ্লেষণ কী?
উত্তর : যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদেরা সূর্যের আলোয় তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে।

প্রশ্ন-২. সালোকসংশ্লেষণের পর্যায় কয়টি ও কি কি?
উত্তর : সালোকসংশ্লেষণের পর্যায় দুটি। যথা- (১) আলোক পর্যায় ও (২) অন্ধকার পর্যায়।

প্রশ্ন-৩. উদ্ভিদের কোন অংশ সালোকসংশ্লেষণে অংশ নেয়?
উত্তর : উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়।

প্রশ্ন-৪. সালোকসংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড কীভাবে পাতায় প্রবেশ করে?
উত্তর : পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে।

প্রশ্ন-৫. কখন সালোকসংশ্লেষণের হার কমে যায়? 
উত্তর : উদ্ভিদে পটাশিয়ামের অভাব দেখা দিলে সালোকসংশ্লেষণের হার কমে যায়।

প্রশ্ন-৬. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে কোন প্রক্রিয়া?
উত্তর : বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া।

প্রশ্ন-৭. পাতার রং সবুজ হয় কেন?
উত্তর : পাতায় ক্লোরোফিল থাকে তাই পাতার রং সবুজ হয়।

প্রশ্ন-৮. সালোকসংশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তর : সালোকসংশ্লেষণে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।

প্রশ্ন-৯. হাইড্রিলা কি?
উত্তর : হাইড্রিলা এক প্রকার সবুজ জলজ উদ্ভিদ।

প্রশ্ন-১০. জীবজগতের প্রাথমিক খাদ্য কী?
উত্তর : জীবজগতের প্রাথমিক খাদ্য শর্করা জাতীয় খাদ্য।

প্রশ্ন-১১. পৃথিবীতে সকল শক্তির উৎস কী?
উত্তর : পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্য। 

Rate this post