পড়াশোনা
1 min read

গ্রাম পারমাণবিক ভর কাকে বলে?

কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, সে পরিমাণ মৌলকে গ্রাম পারমাণবিক ভর বলে। আধুনিক নিয়মে একেও এক মোল পরমাণু বলা হয়।

যেমন- অক্সিজেনের পারমাণবিক ভর 16, অতএব 16 গ্রাম অক্সিজেনকে এক গ্রাম-পরমাণু অক্সিজেন বলে।

Rate this post