পড়াশোনা
1 min read

পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? কত প্রকার ও কি কি?

যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে সেই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে।
পলিমারকরণ বিক্রিয়া দুই প্রকার। যথা–
  1. সংযোজন পলিমারকরণ বিক্রিয়া।
  2. ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া।
১. সংযোজন পলিমারকরণ বিক্রিয়া : যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলে।
২. ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া : যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন : H2O, CO2 ইত্যাদি অপসারণ করে তাকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে।
Rate this post