পড়াশোনা
1 min read

চৌম্বক বলরেখা কি? চৌম্বক বলরেখার ধর্ম কি কি?

চৌম্বক ক্ষেত্রে কোন বিন্দুতে একটি কাল্পনিক পৃথক ও মুক্ত একক উত্তর মেরু স্থাপন করলে সেটি যে গতিপথ অনুসরণ করে এবং সেই গতিপথের যে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক যদি লব্ধি বলের অভিমুখ নির্দেশ করে, তবে সেই পথ নির্দেশক কাল্পনিক রেখাই হল চৌম্বক বলরেখা
চৌম্বক বলরেখার ধর্ম

চৌম্বক বলরেখার ধর্মগুলো হলো-
১. প্রত্যকটি চৌম্বক বলরেখা এক একটি অবিচ্ছিন্ন রেখা।
২. বলরেখাগুলো সব সময় উত্তর মেরু হতে বের হয়ে দক্ষিণ মেরুতে পৌঁছায়।
৩. বলরেখাগুলো দৈর্ঘ বরাবর সংকোচনশীল থাকে।
৪. বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না।

Rate this post