পড়াশোনা
1 min read

আয়নিক যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য কি?

আয়নিক যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য নিচে তুলে ধরা হলো–

আয়নিক যৌগ

  • সাধারণ তাপমাত্রায় এরা বেশিরভাগই কঠিন ও কেলাসিত।
  • পোলারিটি প্রদর্শন করে যার ফলে এগুলো পোলার প্রকৃতির হয়ে থাকে।
  • পানিতে দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয় এবং তড়িৎ পরিবহন করে।
  • সাধারণ তাপমাত্রায় উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। যেমন– NaCl এর গলনাঙ্ক 801°C এবং স্ফুটনাঙ্ক 1465°C।
  • আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়।
  • এদের রাসায়নিক বিক্রিয়া খুবই দ্রুত গতিতে ঘটে।

 

সমযোজী যৌগ

  • সাধারণ তাপমাত্রায় এরা বেশিরভাগই গ্যাসীয় ও তরল।
  • সাধারণত পোলারিটি প্রদর্শন করে না যার ফলে এগুলো ননপোলার প্রকৃতির হয়ে থাকে।
  • পানিতে দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না এবং তড়িৎ পরিবহনও করে না।
  • এগুলো সাধারণ তাপমাত্রায় নিম্ন গলনাঙ্ক ও নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। যেমন– CCl4 এর গলনাঙ্ক -23°C এবং স্ফুটনাঙ্ক 77°C।
  • সমযোজী যৌগসমূহ পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়।
  • এদের রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে ঘটে।
5/5 - (1 vote)