পড়াশোনা
1 min read

সাম্য ও অসাম্য বলের মধ্যে পার্থক্য কি?

সাম্য ও অসাম্য বলের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–

সাম্য বল

  • যে বলগুলো কোনো বস্তুর ওপর ক্রিয়া করে সাম্যাবস্থার (স্থিতি বা সুষম বেগ) সৃষ্টি করে তাদেরকে সাম্য বল বলে।
  • এক্ষেত্রে ক্রিয়াশীল বলগুলোর লব্ধি শূন্য।
  • সাম্য বলসমূহের ক্রিয়ায় বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় না।

 

অসাম্য বল

  • যে বলগুলো কোনো বস্তুর ওপর ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করে না তাদেরকে অসাম্য বল বলে।
  • এক্ষেত্রে ক্রিয়াশীল বলগুলোর লব্ধি শূন্য হয় না।
  • অসাম্য বলসমূহের ক্রিয়ায় বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়।
3/5 - (1 vote)