অ্যাম্পিয়ার (Ampere) হচ্ছে তড়িৎ প্রবাহের একক। একে A দ্বারা প্রকাশ করা হয়। বিখ্যাত ফরাসি বিজ্ঞানী আঁদ্রে মারি অম্পেয়্যার (১৭৭৫-১৮৩৬) এর নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে। সাধারণত ব্যাটারির মান বুঝানোর জন্য এই একক ব্যবহার করা হয়।
চুল আঁচড়ানোর পর চিরুনি কাগজের টুকরাকে আকর্ষণ করে কেন?
আমরা জানি, ঘর্ষণের ফলে কোনো বস্তু আহিত হয়। চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় চিরুনির সাথে চুলের যে সংঘর্ষ হয়, এর ফলে চিরুনিটি চুল হতে মুক্ত ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আহিত হয় এবং পক্ষান্তরে চুল ধনাত্মক আধানে আহিত হয়েছে। আহিত হওয়ার কারণেই চিরুনিটি ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে।