স্ক্যানার (Scanner) এবং ওএমআর (OMR) এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
স্ক্যানার
- স্ক্যানারের মাধ্যমে যেকোনাে ডকুমেন্ট বা ছবিকে হুবহু স্ক্যান করে কম্পিউটারে ইনপুট নেয়া যায়।
- সাধারণত ক্যামেরায় তােলা প্রিন্টকৃত ছবি এবং কাগজে মুদ্রিত ছবি স্ক্যানারের সাহায্যে কম্পিউটারে প্রেরণ করা হয়।
- বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যারের সাহায্যে স্ক্যান করা ছবিকে এডিট করা যায়।
- লেখা বা ছবিকে অপটিক্যালি স্ক্যান করে এবং ডিজিটাল ডেটা হিসেবে কম্পিউটারে সরবরাহ করার কাজে স্ক্যানার ব্যবহৃত হয়।
- স্ক্যানারের মাধ্যমে ছবিকে উচ্চ রেজ্যুলেশনে স্ক্যান করে নেয়া যায়।
ওএমআর
- ওএমআর এর মাধ্যমে দাগকে সনাক্ত বা পড়তে নিয়ে তা ইনপুট আকারে গ্রহণ করা যায়। যেমন– কালির সাহায্যে ভরাটকৃত কোনাে বৃত্তকে পড়া।
- ওএমআর বিশেষ কাগজের উপর কালির বা পেন্সিলের দাগ বুঝতে পারে।
- ওএমআর বিশেষ ব্যবস্থায় বৈদ্যুতিক সিগন্যালে বােধগম্য করে কম্পিউটার দাগের অস্তিত্ব নির্ণয় করে। সম্পাদনার কোনাে বিষয় এতে জড়িত নেই।
- সাধারণত নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র পরিচিতিমূলক তথ্যাবলি এবং জরিপ সংক্রান্ত কাজে ওএমআর ব্যবহৃত হয়।
- ওএমআর এর ক্ষেত্রে রেজ্যুলেশন সুবিধা নেই।