নিচে ত্বরণ ও মন্দন এর পার্থক্য দেওয়া হলো–
ত্বরণ
- সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।
- ত্বরণ সর্বদা ধনাত্মক হয়।
- বস্তুর গতির দিকে বল প্রয়োগ করে ত্বরণ বাড়ানো যায়।
মন্দন
- সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে।
- মন্দন সর্বদা ঋণাত্মক হয়।
- বস্তুর গতির বিপরীত দিকে বল প্রয়োগ করে মন্দন বাড়ানো যায়।