ঘূর্ণন গতি ও ঘূর্ণন চলন গতির মধ্যে পার্থক্য কি?
ঘূর্ণন গতি
- যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে চক্রাকারে পরিভ্রমণ করে তখন তার গতিকে ঘূর্ণন গতি বলে।
- এখানে শুধু ঘূর্ণন গতি কাজ করে।
- বৈদ্যুতিক পাখার গতি হলো ঘূর্ণন গতি।
ঘূর্ণন চলন গতি
- যখন কোনো বস্তুর একই সাথে চলন গতি ও ঘূর্ণন গতি উভয়ই থাকে তখন তার গতিকে ঘূর্ণন চলন গতি বলে।
- এখানে ঘূর্ণন ও চলন গতি কাজ করে।
- ড্রিল মেশিনের গতি হলো ঘূর্ণন চলন গতি।